ছাত্রী ও মহিলাদের জন্য হোস্টেল | Hostel for students and women

 


ছাত্রী, মহিলা,  ছাত্রী হোস্টেল, মহিলা হোস্টেল, ছাত্র হোস্টেল, পড়াশোনার জন্যই হোক কিংবা চাকরির খাতিরেই হোক, দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় এসে নারীদের পড়তে হয় বিড়ম্বনায়। প্রথম সমস্যাটা হয় থাকার জায়গা নিয়ে। জেনে নিন নগরীর কিছু মহিলা হোস্টেল ও ছাত্রী নিবাসের ঠিকানা। জানাচ্ছেন মোহসিনা হোসাইন

 

নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেল
নীলক্ষেত থানার পাশে কর্মজীবি মহিলা হোস্টেল অবস্থিত। দুটি ভবন রয়েছে হোস্টেলটির। একটি ১০ তলা এবং অপরটি ৫ তলা। সুপরিসর জায়গায় নিয়ে হোস্টেলটির অবস্থান। একতলায় তলায় হোস্টেলটির অফিস কক্ষ, বাকিগুলোতে বোর্ডারদের থাকার কক্ষ, ক্যান্টিন ও হলরুম। কয়েকটি করে জন্য আছে ১টি করে সাধারণ বারান্দা। ১৮ বছরের নিচে বা ৫৭ বছরের উর্দ্ধে কোন মহিলা বোর্ডার হতে পারবেন না। সিট ভাড়া নিতে চাইলে সাধারণত ২/৩ মাস আগে আবেদন করতে হয়। তবে বেশির ভাগ সময়ই এখানে সিট পাওয়া যায় না। সিট বাতিলের অন্তত ১ মাস আগে হোস্টেল কর্তৃপক্ষকে জানাতে হয়।
খরচাপাতি : প্রতি বেডে ১ জন বোর্ডার থাকতে পারেন। ৪ বেডের কক্ষ ৭০০ টাকা, ৩ বেডের কক্ষ ৮০০ টাকা, ২ বেডের কক্ষ ১১০০ টাকা ও ১ বেডের কক্ষ ১৬০০ টাকা। ৩ মাসের যাবতীয় খরচ সিট ভাড়া করার সময় অগ্রিম পরিশোধ করতে হয়।
যোগাযোগ  : ২, বাবুপুরা, নীলক্ষেত, ঢাকা।
ফোন : ৮৬১৯৪২১

 

নিরাপদ ছাত্রী হোস্টেল
আজিমপুর কবরস্থানের বিপরীতে অবস্থিত এ হোস্টেলে ছাত্রীদের পাশাপাশি কর্মজীবি বা চাকুরী সন্ধানী মহিলারা থাকতে পারে। একেকটি রুমে ৩ জন থেকে ৪ জন ছাত্রী/কর্মজীবি মহিলা থাকতে পারেন।
খরচাপাতি : সিঙ্গেল সিট ভাড়া ৩০০০ টাকা থেকে ৩৫০০ টাকা, ডাবলিং ২৪০০ টাকা থেকে ২৯০০ টাকা।
যোগাযোগ : ৩৭/৭, আজিমপুর টাওয়ার, ওয়াহিদ ভবনের ৭ম তলা, ৬৮/২ পিলখানা রোড (বিডিআর ২ নং গেট সংলগ্ন), ঢাকা।
ফোন : ০১১৯৮-১৬৮৫০৫, ০১৯২১-৩০৩০৬২

 

স্বর্গ ছাত্রী নিবাস
আজিমপুর ছাপড়া মসজিদ থেকে ১৫০ গজ পশ্চিমে শাহ দরবার মসজিদের নিকটে অবস্থিত। এ জায়গাটি বটতলা নামে পরিচিত। ৮তলা ভবনের তৃতীয় তলায় ছাত্রী হোস্টেল। প্রতিরুমে ৪-৫ জন করে বোর্ডার থাকে। সিঙ্গেল বেডে ১ জন এবং ডাবল বেডে ২ জন করে বোর্ডার থাকে।
খরচাপাতি : সিঙ্গেল বেডে থাকা-খাওয়া জন্য মাসে ৩,৫০০ টাকা এবং ডাবল বেডের জন্য প্রতি মাসে ৩,৩০০ টাকা দিতে হয়। মেহমান এলে নিজের বেডে রাখতে পারেন এবং প্রতিদিন ১০০ হারে চার্জ দিতে হয়। আলাদাভাবে রান্নার কোনো ব্যবস্থা অনুমতি নেই। সিট পেতে অন্তত এক মাস আগে বুকিং দিতে হয়।
যোগাযোগ  : ৩৩/৩/এ, শেফালী গার্ডেন, আজিমপুর রোড। ফোন : ০১৭৬০-২০১৮৭২

 

মাদার তেরেসা ছাত্রী হোস্টেল
উত্তরা ৯ নং সেক্টরে মাসকট প্লাজার বিপরীত দিকে ৩/বি সড়কে এটি অবস্থিত। ৫ম তলা হোস্টেল ভবনটির পুরোটাই হোস্টেল হিসেবে ব্যবহার করা হয়। একেকটি রুমে ৩ জন থেকে ৪ জন ছাত্রী / কর্মজীবি মহিলা থাকতে পারে। যে যার মতো বের হতে পারবে। তবে রাত ৯টার মধ্যে হোস্টেলে ফিরতে হবে।
খরচাপাতি : সিট ভাড়া খাওয়াসহ প্রতি মাসে ৪৫০০ টাকা। সিট ভাড়া নিতে হলে প্রথমে ২০০০ টাকা দিয়ে ভর্তি হতে হয় এবং সিট ভাড়া ৪৫০০ টাকা অগ্রিম দিতে হয়।
যোগাযোগ : বাড়ি : ১৬, সড়ক : ৩/বি, সেক্টর: ৯, উত্তরা, ঢাকা।
ফোন : ০১৭১২-১৯০০৩২

 

তরুলতা ছাত্রী নিবাস
সংসদ ভবন থেকে পূর্ব দিকে ১৩ নং সেবা বুথের (মনিপুরী পাড়া কল্যাণ সমিতি) পাশে ছাত্রী নিবাসটি অবস্থিত।
এই হোস্টেলে প্রত্যেক রুমে ৩ থেকে ৪ জন থাকতে পারে। সকাল ৭টা থেকে রাত ৮টা (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ৯টা পর্যন্ত গেট খোলা থাকে।
খরচাপাতি :  থাকা ও খাওয়া বাবদ প্রতি মাসে খরচ হয় জনপ্রতি ৫,০০০ টাকা এবং শুধু থাকা বাবদ ৩,০০০ টাকা। যোগাযোগ : ৮৩/৪, ৮৩/ ৫, ১৩ মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫।
ফোন : ০১৯১৬-২৬০৫২৯।

 

সিদ্দিকীয়া ছাত্রী নিবাস
আজিমপুর মাতৃসদন থেকে পশ্চিমে ছাপড়া মসজিদের কাছাকাছি শাহ্-সাহেব বাড়ির ঠিক ৬০ গজ দক্ষিণে আনন্দ ভবনের পশ্চিমে মা-জেনারেল স্টোর সংলগ্ন
ভবনে সিদ্দিকীয়া ছাত্রী নিবাস অবস্থিত। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালর ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। ৪ তলা ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় বোর্ডার রাখা হয়। সিট পাওয়ার জন্য অগ্রিম বাবদ একমাসের ভাড়া ও খাওয়ার টাকা এবং ভর্তি ফি বাবদ আরো ১০০০ দিতে হয়।     সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
মেহমান রাখার ব্যবস্থা নেই।
খরচাপাতি : সিঙ্গেল বেডের ভাড়া এবং খাওয়ার খরচসহ মাসে ৩,৮০০ টাকা দিতে হয়। ডাবল বেডের ক্ষেত্রে দিতে হয় ৩,০০০ টাকা।
যোগাযোগ : ২৯/ বি, আজিমপুর রোড, ছাপড়া মসজিদের পাশে, ঢাকা- ১২০৫।
ফোন : ০২-৮৬৫০৬৩৯, ০১৭১১-০৪২৪৬২

 

স্বপ্ননীড় ছাত্রী হোস্টেল
আজিমপুর পুরাতন কবরস্থানের ১ নং গেটের বিপরীতে আজিমপুর টাওয়ারে ছাত্রী হোস্টেলটি অবস্থিত। ১০ তলা ভবনের প্রথম তলায় বোর্ডার রাখা হয়। মোট ১০টি কক্ষ আছে। কোন বারান্দা নেই। বোর্ডারের মা বা বোন সর্বোচ্চ ২ দিন থাকতে পারে। হোস্টেলটির গেট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং রয়েছে।
খরচাপাতি :  সিট পাওয়ার জন্য অগ্রিম ২,০০০ টাকা এবং ভর্তি ফি বাবদ আরো ১,০০০ দিতে হয়। সিঙ্গেল বেডের মাসিক ভাড়া খাওয়ার খরচসহ ৩,৫০০ টাকা। ডাবল বেডের ভাড়া খাওয়ার খরচ সহ ৩,০০০ টাকা।
যোগাযোগ : ৩৭/৭, আজিমপুর টাওয়ার, আজিমপুর রোড, ঢাকা।
ফোন : ০১৭৪৭-৬৪৩৯৬৯, ০১৭৩৬-৮৪০৬৭৮

 

বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোস্টেল
খিলগাঁও বাস টার্মিনালের ১৫ গজ দণি-পশ্চিম কোণে সরকারি কোয়াটারের পাশেই হোস্টেলটির অবস্থান। এতে
১৮ থেকে ৫৭ বছর বয়সী ছাত্রী এবং কর্মজীবি মহিলাদের থাকার ব্যবস্থা আছে। হোস্টেলটি চারতলা। দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত বোর্ডার রাখা হয়। প্রতি রুমে বারান্দা আছে। প্রতিরুমে ৪টি বেডে ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে।
খরচাপাতি : ২ মাসের সিট ভাড়ার টাকা অগ্রিম এবং ভর্তি ফি বাবদ ১,০০০ টাকা দিতে হয়। এখানে তিন ধরনের বেড রয়েছে। বেড অনুসারে ভাড়াও আলাদা- ৭২০ টাকা, ৮২০ টাকা এবং ১,২২০ টাকা। খাওয়ার জন্য মাসে ২,৫০০ টাকা করে দিতে হয়। হোস্টেলের গেট সকাল ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
যোগাযোগ :  ৯২০, ব্লক# সি, রোড# ৭, খিলগাঁও, ঢাকা।

 

গার্ডিয়ান হোমস

ফার্মগেট ওভারব্রিজ থেকে পশ্চিম দিকে ২০০ গজ সামনে সামনে গিয়ে হাতের বাম পাশে তেজগাঁও কলেজের গলির বাম পাশে ১০০ গজ দুরে গার্ডিয়ান হোমস অবস্থিত। প্রত্যেক রুমে ৩, ৪ ও ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। ডাবল ও সিঙ্গেল উভয় রকমের বেডের ব্যবস্থা রয়েছে। প্রবেশ ও বাইরে যাওয়ার সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ৯টা।
খরচাপাতি :  থাকা খাওয়া সহ সিঙ্গেল বেডের মাসিক খরচ ৪৫০০ টাকা এবং  ডাবল বেডের মাসিক খরচ ৪০০০ টাকা।
যোগাযোগ : ১২, ইন্দিরা রোড, (তেজগাঁও কলেজ গলি), ফার্মগেট, ঢাকা- ১২১৫।
ফোন : ০১৭৩২-০৬৫৯৬৪ এবং ০১৭৩২-০৬৫৯৬৮

 

আপনঘর ছাত্রী হোস্টেল
ফার্মগেট খামার বাড়ির উত্তর পাশে মনিপুরি পাড়ার ৬নং গেইট হতে ২০০ গজ দুরে হোস্টেলটি অবস্থিত। ৪ তলা ভবনের নিচ তলায় অফিস কক্ষ, উপরের তলাগুলোতে বোর্ডার থাকে। প্রত্যেক রুমে ১, ২, ৩, ৪ এবং ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল ও ডাবল উভয় বেডের ব্যবস্থা রয়েছে। প্রবেশ ও বাইরে যাওয়ার সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা (ছাত্রীদের জন্য) এবং কর্মজীবীদের জন্য সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত।
খরচাপাতি : একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৪৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৩৫০ টাকা। এছাড়া ভিআইপি একরুমে ১, ২ ও ৩ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৮৫০ টাকা এবং ৪ ও ৫ বেড হলে প্রত্যেক বেডের ভাড়া ৩,৬৫০ টাকা।
যোগাযোগ : ৬৯/ডি, মনিপুরী পাড়া, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা – ১২১৫।
ফোন : ০২-৯১২৩০৮৭ , ০১৭৪৭৪৪৪০৬১০

 

সেন্ট জনস গার্লস হোস্টেল
তেজগাঁও থানার উত্তর দিকে হোন্ডা গলি সংলগ্ন খালেক সরণিতে পাঁচ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় হোস্টেলটি অবস্থিত। প্রত্যেক তলায় একটি করে বারান্দা আছে। হোস্টেলের প্রতি রুমে রুমের আয়তন অনুযায়ী ৩ জন, ৪ জন ও ৫ জন করে থাকে। সিঙ্গেল বেডে ১ জন এবং ডাবল বেডে ২ জন থাকতে পারে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাইরে যাওয়া এবং ভিতরে প্রবেশ করতে পারে ছাত্রীরা।
খরচাপাতি : সিঙ্গেল সিট ভাড়া ২৪০০ টাকা, ডাবল ভাড়া সিট ১৪০০ টাকা ও খাবার বাবদ সিঙ্গেল সিটে মোট ৩১০০ টাকা ও ডাবল সিটে মোট ২১০০ টাকা ব্যয় হয়।
যোগাযোগ : ৬১/৫, তেজকুনী পাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫।
ফোন : ০১৮১৫-৯৩১১৭৮

 

শান্তি নিবাস ছাত্রী হোস্টেল
মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার থেকে ১০০ গজ পশ্চিম দিকে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত। হোস্টেল ভবনটি ৫ তলা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বোর্ডার রাখা হয়। রুমের সঙ্গে বারান্দা রয়েছে। এই হোস্টেলে দুই ধরনের কক্ষ আছে- ২ বেড ও ৩ বেড। প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়। সকাল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডাররা হোস্টেলের বাইরে যেতে পারে এবং প্রবেশ করতে পারে।
খরচাপাতি : থাকা ও খাওয়া বাবদ জনপ্রতি মাসে ৪,০০০ টাকা লাগে।
যোগাযোগ  : ২৬/১৮, শের শাহীসুরী রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
ফোন : ০১৯১৬-৮২৯২৫৪

 

মোহনা গার্লস হোস্টেল
মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে হোস্টেলটির অবস্থান। ২/৩ ও ৪ জনের রুম আছে। হোস্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত ৭.৩০ টার মধ্যে সবাইকে  ফিরতে হবে। তবে কোচিংয়ের জন্য গার্ডিয়ানের লিখিত অনুমতির ভিত্তিতে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রীরা বাহিরে থাকতে পারবে।
খরচাপাতি : সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধাসহ) সিঙ্গেল রুম ৩৭৫০ টাকা, ২ জনের রুমের ভাড়া জনপ্রতি ৩৫৫০ টাকা, ৩ জনের রুমের ভাড়া জনপ্রতি ৩২৫০ টাকা, ৪ জনের জন্য রুমের ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা।
যোগাযোগ : ৩১৭/সি জাকির হোসেন রোড, মোহাম্মদপুর।
ফোন : ০১৭৫৬-১৭৪০১৫।

 

নাজিয়া ছাত্রী হোস্টেল
আসাদগেট আড়ং গেট থেকে পশ্চিম দিকে ৪০০ গজ এগিয়ে দক্ষিণ-পূর্ব দিকে নাজিয়া ছাত্রী হোস্টেল অবস্থিত। দুই তলা ভবনের নিচতলা থেকে দোতলা পর্যন্ত বোর্ডার রাখা হয়। প্রত্যেক তলায় রুম সংলগ্ন বারান্দা আছে। রুমগুলোতে ১ জন, ২ জন, ৩ জন এবং ৪ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। হোস্টেলটির গেট সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে। মেহমান রাখার ব্যবস্থা নেই।
খরচাপাতি :  সিট পাওয়ার জন্য অগ্রিম ২,০০০ টাকা জমা দিতে হয়। ১/২ জনের থাকার রুমে সিট ভাড়া ৪,৫০০ টাকা। ৩/৪ জন থাকার রুমে সিট প্রতি ভাড়া ৪,০০০ টাকা।
যোগাযোগ : ৩/২, ব্লক# বি, লালমাটিয়া, মোহাম্মপুর, ঢাকা- ১২০৭।
ফোন : ০১৯১১-০৩৬৪৫১

 

ড্যাব ছাত্রী হোস্টেল
আসাদগেট মোড় থেকে দণি দিকে লালমাটিয়া মহিলা কলেজের পাশে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত। কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের আবাসনের জন্য লালমাটিয়া মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত ড্যাব ছাত্রী হোস্টেল।  পাঁচতলা ভবনের প্রতি তলায় বোর্ডার রাখা হয়। রুমের সাথে বারান্দা রয়েছে। প্রতি বেডে ১ জন করে বোর্ডার রাখা হয়। প্রতি কে সাধারণত ২-৫ জন ছাত্রী রাখা হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোস্টেলের গেট খোলা থাকে।
খরচাপাতি :  রুম বুকিংয়ের সময় ২,০০০ টাকা অগ্রিম দিতে হয়। স্পেশাল (২ জনের) রুম মাসিক ৫,০০০ টাকা সাধারণ (৫ জনের) করে মাসিক ভাড়া ৩,৫০০ টাকা। খাওয়া দাওয়ার জন্য আলাদা ডাইনিং ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ : ৯/১৩, ব্লক-ডি (২য় তলা), লালমাটিয়া, ঢাকা-১২০৭
ফোন : ০২-৮১২৮৫৩০, ০১৭১৬-৬২২৪০৭, ০১৭১২-৯০৬৩৮১
এই ছাত্রী হোস্টেলটির আরও ২টি শাখা রয়েছে।
শাখা ১ : নাসিম ভিলা, ৪/৯ ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা (ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স এর সামনে)।
শাখা ২ : ডি/৩৭, ব্লক-ই, জাকির হোসেন রোড, ঢাকা (ব্যতিক্রম কোচিং সেন্টারের গলি)।

 

উত্তরা কর্মজীবি মহিলা হোস্টেল
উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্থিত পোস্ট অফিসের পিছন দিকে এই মহিলা হোস্টেলটি অবস্থিত। ৬ তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বোর্ডার রাখা হয়। প্রতি রুমের সাথে আলাদা বারান্দা রয়েছে। প্রতি রুমে সিট ৩টি। প্রতি সিটে ১ জন বোর্ডার থাকতে পারেন। বোর্ডারদের রাত ১০টার মধ্যে উপস্থিত হতে হয়। রাত ১০টার পর হোস্টেল থেকে বের হওয়া যাবে না। মহিলা মেহমান ১ দিনের জন্য থাকতে পারেন।
খরচাপাতি : সিট ভাড়া ১,৫০০ টাকা। খাওয়া-দাওয়া খরচ ৩,৫০০ টাকা।
যোগাযোগ : বাড়ি # ২৬, রোড # ১২, সেক্টর # ৩, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
ফোন : ০১৭৩৫-৬৯২৪৯৫

 

অভিজাত ছাত্রী হোস্টেল
উত্তরা ৭ নং সেক্টরের লেক ড্রাইভ রোডে এই ছাত্রী হোস্টেলটি অবস্থিত। ৬তলা ভবনের ৬ষ্ঠ তলাতেই হোস্টেলটি অবস্থিত। প্রতি রুমে ৩ জন করে বোর্ডার থাকার ব্যবস্থা রয়েছে। বোর্ডারদের রাত ১০টার মধ্যে উপস্থিত হতে হয়। বিশেষ প্রয়োজনে দেরি হলে কর্তৃপকে ফোনে জানাতে হয়। সকালে গেট খোলা হয় সকাল ৬টায়।
খরচাপাতি : ১,৫০০ টাকা অগ্রিম দিতে হয়। সিট ভাড়া ১,৫০০ টাকা। খাওয়া-দাওয়া খরচ ৩,৫০০ টাকা।
যোগাযোগ : হাউজ # ৯৮, লেক ড্রাইভ রোড, সেক্টর # ৭, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
ফোন : ০১৭৩৫-৬৯২৪৯৫

 

পুষ্পধান ছাত্রী হোস্টেল
গুলশান-১ নং গোলচত্ত্বর থেকে প্রায় আধা কিলোমিটার দণি-পশ্চিম দিকে নিকেতনের ১ নং গেইট থেকে প্রায় ৪০০/৫০০ গজ পশ্চিম দিকে হাতের হাতের ডান পাশে গলির মাথায় অবস্থিত। ভবনের দ্বিতীয়, পঞ্চম ও ৬ষ্ঠ তলায় হোস্টেল। হোস্টেলের প্রতিটি ফোরে বারান্দা রয়েছে। দুইজনের এবং চারজন থাকারও রুম রয়েছে। প্রতি বেডে দুইজন করে থাকতে পারে। মহিলা মেহমান এলে ১ দিন থাকতে পারে। রাত ৮টা পর্যন্ত গেট খোলা থাকে।
খাওয়া-দাওয়ার জন্য আলাদা ডাইনিং ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে ব্যক্তিগতভাবে রান্না করতে পারে।
খরচাপাতি : থাকা ও খাওয়ার জন্য ২ জনের রুমের ভাড়া ৬,০০০ টাকা এবং ৪ জনের ভাড়া ৮,০০০ টাকা।
যোগাযোগ : বাড়ি# ৪৫, রোড# ১, ব্লক# এ (নিকেতন), গুলশান-১, ঢাকা- ১২১২

 

এম এস গার্লস হোস্টেল
স্টার কাবাব হোটেলের ১০০ গজ দেিণ এবং বনানী ১১ নং রোডের মাথায় ডাচ বাংলা ব্যাংকের বুথের পাশে হোস্টেলটির অবস্থান। প্রতিটি রুমে ৪/৩/২ বা ১জন থাকতে পারে। সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে হোস্টেলে ফিরতে হয়। তবে কোচিং এর জন্য বা অফিসের কাজে অভিভাবকের লিখিত অনুমতির ভিত্তিতে অনুমোদিত সময় পর্যন্ত ছাত্রী/মহিলারা বাইরে থাকতে পারবেন।
খরচাপাতি : থাকা খাওয়াসহ মাসে প্রায় ৭,০০০ টাকা খরচ হয়।  মেহমান থাকার জন্য প্রতিদিনের জন্য জনপ্রতি ৩০০ টাকা চার্জ দিতে হয়।
যোগাযোগ : বাড়ি ৩৭, ব্লক এফ, সড়ক ০৪, বনানী, ঢাকা ১২১৩।

 

শেলটেক জয় ছাত্রী হোস্টেল
বনানী ডিআইটি মাঠের ৫০ গজ উত্তরে কে ব্লকের ১ নং প্লটে এর অবস্থান। ৫ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত। রুম সংলগ্ন বারান্দা রয়েছে। প্রতিরুমে ৪ জন করে থাকতে পারে। প্রতিবেডে ১ জন আবার ২ জনও থাকতে পারে।    সন্ধ্যা ৭ টার মধ্যে হোস্টেলে প্রবেশ করতে হয়।
খরচাপাতি : খাওয়া-দাওয়ার জন্য খরচ মাসে ৭,০০০ টাকা।
যোগাযোগ : ২৭/২৮, বীর বিক্রম মঈনুল চৌধুরী রোড, প্লট# ১, ব্লক# কে, বনানী, ঢাকা- ১২১৩।
ফোন : ০১৭৩৭-১১০১৫৪

 

ক্যালিফোর্নিয়া এক্সকুসিভ ছাত্রী হোস্টেল
ধানমন্ডি ১৯ নম্বরে নাজ-ই নূর হাসপাতালের পাশে হোস্টেলের অবস্থান। হোস্টেল ভবন দু’টি। একটি দ্বিতল ভবন অন্যটি চার তলা ভবন। সব ফোরেই থাকার ব্যবস্থা আছে। বারান্দা আছে। ৪ ধরনের রুম আছে, ৪ বেড, ৩ বেড, ২ বেড এবং সিঙ্গেল বেড। প্রতি বেড একজনের জন্য বরাদ্দ থাকে। নিজে রান্না করে খাওয়ার সুযোগও আছে। রাত ৮টার মধ্যে হোস্টেলে প্রবেশ করতে হয়। চাকুরীজীবিদের জন্য এই সময়সীমা রাত ৯টা।
খরচাপাতি :  থাকা-খাওয়া বাবদ রুমভেদে প্রতি মাসে ৪,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত খরচ হয়। জামানত হিসেবে ১ মাসের অগ্রিম দিতে হয়।
যোগাযোগ : বাড়ি : ২৬২, ২৬১/১, রোড : ১৯, পশ্চিম ধানমন্ডি, ঢাকা।
ফোন : ০১৬১৮১২১৫১২, ০১১৯১৫১৫১১১, ০১৯২৫৯৬৪৯৬৫।

 

রংধনু মহিলা হোস্টেল
ধানমন্ডি ১৯ নম্বর রোডের স্টার কাবাবের পিছনে দনি দিকের গলিতে ১০০ গজ এগিয়ে হাতের বাম পাশে রংধনু মহিলা হোস্টেল অবস্থিত। হোস্টেল ভবন ৫ তলা। ৩ বেড এবং ৪ বেডের রুম রয়েছে। কোন ডাইনিং রুম নেই।
হোস্টেলের গেট সকাল ৬টা থেকে শীতকালে রাত ৮টা এবং গ্রীষ্মকালে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
খরচাপাতি : চার বেডের রুমে বেডপ্রতি মাসিক থাকা খাওয়ার খরচ ৪,০০০ টাকা এবং ৩ বেডের খরচ ৪,৫০০ টাকা।
যোগাযোগ : বাড়ি : ২১৪, রোড : ১৯ (পুরাতন), ধানমন্ডি, মধুবাজার, ঢাকা। ফোন : ০১৭৩৯-৬১০৫৫৯।

 
নাবা ছাত্রী হোস্টেল
মগবাজার আড়ং এর পেছনে এটি অবস্থিত। সিদ্ধেশ্বরীতে আরো একটি শাখা রয়েছে। কমপক্ষে ৩ মাসের জন্য সিট ভাড়া নিতে হবে। হোস্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। তবে রাত সাড়ে ৭টার মধ্যে হোস্টেলে ফিরতে হবে।
খরচাপাতি : সিট ভাড়া (৩ বেলা খাওয়া সুবিধাসহ) হোস্টেলের মগবাজার শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৩০০ টাকা এবং সিদ্ধেশ্বরী শাখায় জনপ্রতি সিট ভাড়া ৪৫০০ টাকা।
যোগাযোগ : ২২৩, মগবাজার, ঢাকা।
ফোন : ০১৭১১-৫৮৮০২৪, ০১৯৩৫-৬৯৯২১৪

 

গার্লস হোস্টেল
সাত মসজিদ রোডে ইবনে সিনা হাসপাতালের গলিতে এটি অবস্থিত। ভবনের চতূর্থ তলায় ৪০০০ বর্গফুট জায়গা নিয়ে হোস্টেলটি পরিচালিত হয়। হোস্টেল থেকে যে যার নিয়ম মতো বের হতে পারবে। রাত ৯টার মধ্যে সবাইকে ফিরতে হবে।
খরচাপাতি : সিট ভাড়া ৩ বেলা খাওয়া সুবিধাসহ সিঙ্গেল ৬০০০ টাকা, ডাবল ৫০০০ টাকা, ৩ বেডের রুম ৩২৫০ টাকা, ৪ বেডের রুম ভাড়া জনপ্রতি ৩০৫০ টাকা। ৩০০০ টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে হয়। সিট ছাড়ার সময় ১০০০ টাকা ফেরত দেওয়া হয়। বাকি ২০০০ টাকা হোস্টেলের ডাইনিং চার্জ এবং আসবাবপত্র ব্যবহার করার ফি হিসেবে কেটে রাখা হয়।
যোগাযোগ : বাড়ি : ৩৮/এ, সড়ক-৯/এ, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ০১৭৫৫-৫০৩৬০৮

0/Post a Comment/Comments

Previous Post Next Post